Artificial Intelligence (Part I) – Bibek Sen

পোস্টটি দেখেছেন: 21 এ আই ও ইউ অ্যান আই ১ সত্তরের দশকের মাঝামাঝি এক অধ্যাপক বলেছিলেন খুব মদ্যপান করে যদি একজন দক্ষ দাবাড়ু ৫০ জনের সাথে একই সাথে দাবা খেলে তবেই কম্পিউটার তাকে হারাতে পারবে। ১৯৭৮ সালে একজন পেশাদার দাবাড়ু ডেভিড লেভির সাথে ছটি খেলা খেলে একটিতে জিততে পারে কম্পিউটার। এমন কি ১৯৮২ সালেও বলা হত […]

এ আই ও ইউ অ্যান আই ১

সত্তরের দশকের মাঝামাঝি এক অধ্যাপক বলেছিলেন খুব মদ্যপান করে যদি একজন দক্ষ দাবাড়ু ৫০ জনের সাথে একই সাথে দাবা খেলে তবেই কম্পিউটার তাকে হারাতে পারবে। ১৯৭৮ সালে একজন পেশাদার দাবাড়ু ডেভিড লেভির সাথে ছটি খেলা খেলে একটিতে জিততে পারে কম্পিউটার। এমন কি ১৯৮২ সালেও বলা হত কম্পিউটার দাবা খেলতে পারে না, তার হিসেব করার ক্ষমতা আছে, কল্পনা করার নেই, দাবায় কল্পনা বিপুল গুরুত্বপূর্ণ। কম্পিউটার গুণতে পারে, কল্পনা করে না। এমন কি ১৯৯২ সালেও বলা হয়েছে কম্পিউটারে দাবা অতি নিম্নমানের, ১৯৯৭ সালে এসে দেখা গেল তা নয় ঘটনা, ১৯৯৬ সালে ডিপ থটের সাথে তখনকার বিশ্ববিজয়ী গ্যারি কাস্পারভ একটিতে হারে, অপর দুটি জেতে। তারপর ১৯৯৭, ডিপব্লু কাস্পারভকে দুটি খেলায় হারায়, অন্য একটিতে হেরে যায়। কাস্পারভ একটি খেলা জিততে পারত, কিন্তু ড্র ডাকে, অন্য একটি ড্র করতে পারত কিন্তু চাপের মধ্য ভুল করে হেরে যায়। কাস্পারভ এর পরেও জুনিয়ার বা ফ্রিটসের সাথে খেলেছে কিন্তু ম্যাচ জিততে পারেনি। অন্যদিকে আনন্দ বা ক্র‍্যামনিক কম্পিউটার প্রগ্রামিংয়ের কাছে বারবার হেরেছে। বর্তমানে কোমোডো, স্টকফিস বা হুডিনি যে কোন মানুষ দাবাড়ুকে হারাতে পারবে। ম্যাগনাস কার্লসন যেখানে ২৮৪০ এর ঘরে এলো রেটিংয়ে, কোমোডের রেটিং হবে ৩৩৫৫।
২০১৭ ডিসেম্বর। গুগুল দাবী করে তাদের যে কম্পিউটার ভাষা কয়েক বছর আগে গো নামের খেলার সম্পূর্ণ সমাধান করে ফেলেছিল তা দাবা শিখে ফেলেছে, মাত্র চার ঘন্টায় আর নিজে নিজেই সব শিখেছে, এই নয়া এ আই ৩২০০ এলো রেটিংয়ের স্টকফিশ ভাষাকে ১০০ খেলায় ২৮-৭২-০ স্কোরে হারিয়েছে। যদিও গুগুল খেলার সব স্কোরশিট দেয়নি, স্টকফিশ খেলেছে পুরোন ভার্সানে, প্রসেসারও এক ছিল না, তেমনি গুগুলের আলফা জিরোও তার ক্ষমতার সামান্য একটি অংশ নিয়ে খেলেছিল।
এ আইয়ের ভাষা আমি বুঝি না। তবুও যা বুঝেছি স্টক ফিশ খেলে স্মৃতি থেকে, মানুষের দাবা নিয়ে ৫০০ বছরের সঞ্চিত জ্ঞান থেকে। আলফা জিরোর কোন সঞ্চিত জ্ঞান নেই, খুব গভীর চাল বিশ্লেষণ করে না, স্টকফিশ যেখানে একবারে ৮০ লক্ষ চাল দেখতে পারে, আলফা জিরো দেখে ৮০ হাজার। স্টকফিশের দাবার জ্ঞান মানুষের থেকে নেওয়া। আলফা জিরো খেলার নিয়ম বাদে সব শিখেছে নিজে। নিউরাল নেটওয়ার্ক নামক এক প্রতিবন্ধকতা অতিক্রমক ভাষার সাহায্যে।

আলফা জিরোর দশটি খেলা দেখে দাবা বিশেষজ্ঞ আর প্রথম সারির দাবাড়ুরা বলেছে অসামান্য, বিশেষত বিশ্বের দ্বিতীয় সেরা লেভন অ্যারোনিয়ান বলেছে ‘ অন্য গ্রহ থেকে আসা মানুষের চেয়ে মেধা সম্পন্ন জীব কিভাবে দাবা খেলতে পারে তা আলফা জিরোর খেলা দেখলে বোঝা যায়।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top