“কৃত্রিম বুদ্ধিমত্তা ও আগামী পৃথিবী”(Artificial Intelligence & Future World)আলোচনা চক্র
26th Aug,18(Sunday)@4pm বাঁকুড়া মিউনিসিপ্যালিটি কনফারেন্স হল,(2nd floor)মাচানতলা,বাঁকুড়া
আলোচক:শ্রী শঙ্খদীপ ভট্টাচার্য(I.T Professional)শ্রী সন্তোষ সেন( Science Teacher,St.Xaviers,Kolkata)শ্রী অরূপ ঘোষ(Lecturer,Polytechnic)
আয়োজক:বাঁকুড়া অঙ্কুর অ্যাকাডেমি ও ‘পরিপ্রশ্ন’পত্রিকা
সহযোগিতায় বিদ্যাসাগর ফাউন্ডেশন অফ ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটস্ ফর ইন্টিগ্রেটেড ডেভেলাপমেন্ট। ষাট জনের বেশি উৎসাহী দর্শকের উপস্থিতিতে পরিচয় পর্বের পর আলোচনা চলে পাঁচটা থেকে প্রায় সাড়ে আটটা পর্যন্ত।
শুরুতে সন্তোষ সেন বললেন— শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির জগতে , এমনকি চালক বিহীন গাড়ির ক্ষেত্রে AI প্রযুক্তি, রোবটের ব্যবহার, যা আগামীদিনে আরো ব্যাপক হারে ব্যবহার হবে। দ্বিতীয় ভাগে তিনি বলেন– এই প্রযুক্তির ব্যাপক ব্যবহার কিভাবে বিশ্ব পুঁজির কবর খুঁড়ছে, মানুষ তথা সমাজের সার্বিক বিকাশে , মানুষের সত্যিকারের কল্যানে কৃত্রিম মেধার প্রযুক্তি ও যন্ত্র তথা রোবটের ব্যবহার করতে হবে।
এরপর শঙ্খদীপ ভট্টাচার্য তার দীর্ঘ বক্তব্যে কৃত্রিম মেধার পিছনে বিজ্ঞান ও অর্থনৈতিক প্রভাব তুলে ধরেন। তিনি আরো বলেন যন্ত্র বা রোবটের বুদ্ধি কখনো মানুষের মেধাকে ছাপিয়ে যেতে পারে না।
এরপর অরূপ ঘোষ human brain নিয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি জোরের সাথে বলেন- এই মুনাফকারী পুঁজিবাদী ব্যবস্থা ছাত্র যুবদের মোবাইলে এডিক্ট করে তুলছে। মস্তিষ্কের সঠিক ব্যবহার হচ্ছেনা, শুধু data operator তৈরি হচ্ছে। অরূপ বাবু আরো বলেন আগামী পৃথিবীটাকে মুনাফা বা যন্ত্র কেন্দ্রিক নয় , হতে হবে প্রকৃতি কেন্দ্রিক।
মাঝে ছিল দু দুবার চা বিস্কুট পর্ব। একজন শিক্ষিকা সবাইকে মিষ্টিমুখ করালেন রাখি বন্ধন উপলক্ষে।
শেষ পর্বে বেশ কিছু সময় ধরে চলে প্রশ্নোত্তর। অনেকেই ভালো আলোচনার জন্য উদ্যোক্তা দের সাধুবাদ জানান এবং এই ধরণের উদ্যোগের পাশে থাকার কথা জানান।
একদল স্কুলের ছাত্র একটু অন্য ভাবে react করে। তারা বলে- শুধু মাত্র মোবাইল নয়, অনেক মানুষের অনেক addiction আছে, মোবাইল বা যন্ত্রের সবকিছুই খারাপ নয়। মানুষ ও তো প্রকৃতির অংশ, ইত্যাদি। আমরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এই প্রজন্মের ছাত্র যুবরাই তো আগামী দিনের সমাজ সচেতন নাগরিক হয়ে উঠবে, এদের কাছেই বেশি বেশি করে পৌঁছনোর চেষ্টা করতে হবে আমাদের সকলকে।
আরো কয়েকটি জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনার প্রস্তাব এসেছে আমাদের কাছে। আমরা যথাসাধ্য চেষ্টা করবো -কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্ব জুড়ে উঠে আসা প্রশ্ন, বিতর্ক গুলোর মধ্যে ঢুকতে।
অনুষ্ঠানের কয়েকটি মুহুর্ত বন্ধুদের সাথে শেয়ার করলাম।
— with Sankar Sarkar and Santobroto Sen.