2nd Web seminar organized by Pariprashna

পোস্টটি দেখেছেন: 25 সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন* আয়োজিত দ্বিতীয় ওয়েব সেমিনার —ইন্দো-ইউরোপীয়দের সন্ধানে ভাষাতত্ত্ব থেকে জিনবিদ্যা।রবিবার, ৫ই জুলাই , ২০২০দুপুর চারটে –বিকাল সাড়ে পাঁচটা।বক্তা- অধ্যাপক ড. পার্থ- সারথি রায়, IISER( KOLKATA)।ড. রায় বিশদে আলোচনা করবেন–‘ভারতের জনমাজের উদ্ভব ও বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ’, ‘ভারতে আর্যদের আগমন’ প্রসঙ্গে ভাষাতত্ত্ব – প্রত্নতত্ত্ব থেকে আধুনিক জীব […]

সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন* আয়োজিত দ্বিতীয় ওয়েব সেমিনার —
ইন্দো-ইউরোপীয়দের সন্ধানে ভাষাতত্ত্ব থেকে জিনবিদ্যা
রবিবার, ৫ই জুলাই , ২০২০
দুপুর চারটে –বিকাল সাড়ে পাঁচটা।
বক্তা- অধ্যাপক ড. পার্থ- সারথি রায়, IISER( KOLKATA)।
ড. রায় বিশদে আলোচনা করবেন–‘ভারতের জনমাজের উদ্ভব ও বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ’, ‘ভারতে আর্যদের আগমন’ প্রসঙ্গে ভাষাতত্ত্ব – প্রত্নতত্ত্ব থেকে আধুনিক জীব বিজ্ঞানের গবেষণার ভুমিকা নিয়ে।
প্রশ্নোত্তর শেষ ৩০ মিনিট

এদেশে আর্যরা এসেছে বাইরে থেকে এযাবৎ এই যে ধারণা ভারত ইতিহাসের অংশ –তাকে নস্যাৎ করে দেবার চেষ্টা হচ্ছে সংঘ পরিবারের প্ররোচনায়। দেশজুড়ে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বৈদিক সভ্যতা হিসাবে যা গ্রাহ্য, তা আসলে সিন্ধু সভ্যতার ধারাবাহিকতায় এদেশেই গড়ে ওঠা। দাবীর সমর্থনে জিন গবেষণার প্রাপ্তিকে সম্পূর্ণ উল্টোপথে হাঁটাচ্ছে আর. এস. এস. পন্থী বুদ্ধিজীবি ও একদল বিজ্ঞানী। এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, সত্য অনুসন্ধানের লক্ষে আয়োজন আমাদের এই ওয়েব- সেমিনারের। থাকুন আপনিও।

পরিপ্রশ্ন পত্রিকার সম্পাদক- মণ্ডলীর পক্ষে সকলকে এই ওয়েব সেমিনারে জানাই সাদর আমন্ত্রণ। নিজেরা অংশগ্রহণ করুন ও বন্ধুদের জানান।
google meet app টি download করুন।
লিঙ্ক-
https://meet.google.com/kge-nypm-pmo

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top