আমাদের কথা

পোস্টটি দেখেছেন: 85 পরিপ্রশ্ন পত্রিকা ছাপার অক্ষরে প্রায় তেরো বছরের বেশী সময় ধরে প্রকাশিত হচ্ছে। এরমধ্যে  অনেক পাঠক বন্ধুরই অনেকদিনের দাবি যে ত্রৈমাসিক পরিপ্রশ্ন প্রকাশের মাঝের সময়ে সমসাময়িক নানা বিষয়ের ওপর সহজ-সরল ভাষায় ছোট ছোট লেখা  নিয়ে বুলেটিন বার হোক পত্রিকার তরফে। পরিপ্রশ্ন প্রকাশকালের ব্যবধান বেশী হওয়ার জন্য চলমান ঘটনা তার চিন্তাবৃত্তে আসে অনেক পরে। […]

পরিপ্রশ্ন পত্রিকা ছাপার অক্ষরে প্রায় তেরো বছরের বেশী সময় ধরে প্রকাশিত হচ্ছে। এরমধ্যে  অনেক পাঠক বন্ধুরই অনেকদিনের দাবি যে ত্রৈমাসিক পরিপ্রশ্ন প্রকাশের মাঝের সময়ে সমসাময়িক নানা বিষয়ের ওপর সহজ-সরল ভাষায় ছোট ছোট লেখা  নিয়ে বুলেটিন বার হোক পত্রিকার তরফে। পরিপ্রশ্ন প্রকাশকালের ব্যবধান বেশী হওয়ার জন্য চলমান ঘটনা তার চিন্তাবৃত্তে আসে অনেক পরে। আর পরিপ্রশ্ন পত্রিকাও ঘটনার সমসাময়িকতায় মনযোগী না হয়ে চেষ্টা করে ঘটনার ধূলোঝড় কিছুটা কমার পর বেশী দূর অবধি দেখতে। কিন্তু সমসাময়িকতারও একটা দাবী থাকে যার জোর কম না। তাই পাঠকের দাবীকে আমরা দায়িত্ব হিসাবেই দেখতে থাকি দাবী ওঠার প্রথম পর্ব থেকেই। যদিও সবদিক বিবেচনায় বারবারই তা নাকচ করে দিতে বাধ্য হই আমরা, সম্পাদকমন্ডলী। যদিও তা গুরুত্বসহকারে ভাবতে থাকি। এটা ঘটনা যে করোনা পরিস্থিতিতে লকডাউন পর্বে আমরা অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে অনেকটাই অভ্যস্ত ও স্বচ্ছন্দ হয়ে উঠেছি।  লকডাউন পর্বে হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘পরিপ্রশ্ন পাঠকসভা’-য় একাধিক বিষয়ে কয়েকজন নিয়মিত পোষ্ট দিতে থাকেন এবং তা নিয়ে সমর্থন বিরোধিতায় প্রানবন্ত হয়ে ওঠে এই ভার্চুয়াল পাঠকসভা। সময়ের এই বিশেষ আবহে, যখন করোনায় প্রানহানি হচ্ছে, বাধ্যতামূলকভাবে ঘরে আটকে থাকতে হচ্ছে আর সাধারণ মানুষের স্বার্থবিরোধী বিভিন্ন আইন তৈরী ও গৃহীত হয়ে যাচ্ছে পরিস্থিতির সুযোগ নিয়ে। মনে হ’লো তাড়াতাড়ি ডিজিটাল মাধ্যমে বেশী করে নেমে পড়ার কথা । পরিপ্রশ্ন-র  ফেসবুক আর ওয়েবসাইট কার্যকরী করে তোলার সঙ্গে মাস দুই হ’লো আমরা ওয়েব- সেমিনার শুরু করি। এখনো পর্যন্ত চারটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  সিদ্ধান্ত হ’লো একটা  ওয়েব ম্যাগাজিন দ্রুত প্রকাশের । চলমান ঘটনাগুলোয় দ্রুত প্রতিক্রিয়া জানানোই শুধু নয়, লক্ষ্য ভাবনা ও বিশ্লেষণের বিভিন্নতার  ঘাত-প্রতিঘাত কিছুটা হলেও আলোড়িত করুক  মানব মন। সব প্রতিবন্ধকতা দুহাতে সরিয়ে সংঘর্ষ- নিমার্ণের যে ছবি স্পষ্ট হচ্ছে এদিক-সেদিক, তার উল্লেখ ওয়েব ম্যাগাজিনের ভূমিকাকে সময়ের প্রাসঙ্গিক করে তুলুক। পাঠক আর লেখকের বিভেদরেখা অস্পষ্ট হয়ে যাক। মতান্তর হোক মনান্তরকে এড়িয়ে।

   এই ভাবনার উপর দাঁড়িয়ে আজ ১৫ ই আগস্ট, শনিবার, ওয়েব ম্যাগাজিনের প্রথম সংখ্যা প্রকাশিত হলো। সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাকে পাথেয় করে আমরা ১৫ দিন অন্তর ওয়েব ম্যাগাজিনটি  প্রকাশ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এখানে আপনি একইসাথে লেখক ও পাঠক। সমসাময়িক ঘটনা নিয়ে আপনাদের অনুভবী লেখার (৫০০- ৬০০ শব্দের) প্রত্যাশায় থাকবো আমরা। এভাবেই সামাজিক সহযোগিতা ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গড়ে উঠুক তথ্য-জ্ঞান-প্রজ্ঞার এক ভান্ডার, যত ছোটই হোক না কেন।

সকল পাঠক বন্ধুদের আন্তরিক অভিনন্দন সহ

সম্পাদক মণ্ডলী।

6 thoughts on “আমাদের কথা”

  1. সাধন কুমার ঘোষ

    ছাপা অক্ষরের পরে পরিপ্রশ্ন ওয়েব ম্যাগাজিন যুগের সঙ্গে তাল মিলিয়ে যাত্রা শুরু করল এজন্য উদ্যোক্তাদের অভিনন্দন। যাত্রা শুরুর মুহুর্তের সঙ্গি হতে পেরে খুব ভালো লাগছে। পরিপ্রশ্ন এগিয়ে চলুক নব নব উন্মোচনের মধ্যে দিয়ে, আমরা সমৃদ্ধ হই, সমৃদ্ধ হোক সমাজ সচেতন পাঠক সমাজ।

    1. সন্তোষ সেন

      ধন্যবাদ বন্ধু। সাথে থাকুন। আশা পোষণ করি,আপনাদের সকলের সহযোগিতায় এই উদ্দ্যোগকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।

  2. প্রশংসনীয় এবং সময়োচিত উদ্যোগ ।সফলতা কামনা করি ।

  3. দেবাশীষ বসু

    পরিপ্রশ্ন ওয়েব ম্যাগাজিনের উৎবোধনী প্রকাশন কে অভিনন্দন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top