জুলাই-অগাস্ট মাস জুড়ে পৃথিবীর নানা প্রান্তে চলছে তীব্র তাপপ্রবাহ। কোন কোন অঞ্চলে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে গেছে। অন্যদিকে ভারতবর্ষ ও চীনের বিস্তীর্ণ অঞ্চলে চলছে অতিবৃষ্টি- বন্যা।
আবহাওয়ার এই খাম খেয়ালিপনার হাত ধরে টানা প্রায় সাত দিনের তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার একাংশে। সাথে চলতে থাকে প্রবল ঝলকানি সহ বজ্রপাতের তাণ্ডব। এক সপ্তাহে এ অঞ্চলে কম করে বারো হাজার বজ্রপাত হয়েছে। বজ্রপাতের আগুনে দাবানল ছড়িয়ে পড়ে ক্যালিফোর্নিয়ার জঙ্গলের বিভিন্ন অংশে। ৫৬০টির মধ্যে দুই ডজন বড় মাপের ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে।
বিধ্বংসী দাবানলে দশ লক্ষ একর জমি ভস্মীভূত, এখনও পর্যন্ত মৃত ছয়জন, ঘরছাড়া লক্ষাধিক মানুষ (Jeremy Rahn – CalFire public relation officer)।
পশ্চিম আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। বিপর্যয় ঘোষনা করেছেন ট্রাম্প প্রশাসন। জনগণের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে আবহাওয়া দপ্তরের সতর্কবাণী- আগামী কয়েকদিনও চলতে থাকবে বজ্রপাত ও শুকনো ঝড়ের সাথে তীব্র তাপপ্রবাহ। যা নিঃসন্দেহে সমস্যাকে আরও ভয়াবহ করে তুলবে। পৃথিবীর নানা প্রান্তে একের পর এক ভয়াবহ বিধ্বংসী দাবানল কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ, না কি অন্য কোন বার্তা লুকিয়ে আছে এসবের পিছনে?