মাটি মেখে, শাঁখ বাজিয়েও কাজ হল না, কোভিড পজিজিভ রাজস্থানের বিজেপি সাংসদ সুখবীর সিং

পোস্টটি দেখেছেন: 55 লোকসভার বাদল অধিবেশনের শুরুর দিনই করোনা ভাইরাস আটকে দিল ২৫ জন সাংসদকে। এর মধ্যে লোকসভার ১৭জন এবং রাজ্যসভার ৮জন সাংসদ। তাঁদের কক্ষে প্রবেশ করা হ’ল না। কোভিড ১৯ আক্রান্ত সাংসদদের একজন হলেন রাজস্থান বিজেপির লোকসভা সদস্য সুখবীর সিং জুনাপুরিয়া। এই বিজেপি সদস্যই বলেছিলেন করোনা ভাইরাস আক্রমণ ঠেকানোর অব্যর্থ ওষুধ হল, শাঁখ বাজানো, […]

sukhbir-singh

লোকসভার বাদল অধিবেশনের শুরুর দিনই করোনা ভাইরাস আটকে দিল ২৫ জন সাংসদকে। এর মধ্যে লোকসভার ১৭জন এবং রাজ্যসভার ৮জন সাংসদ। তাঁদের কক্ষে প্রবেশ করা হ’ল না।

কোভিড ১৯ আক্রান্ত সাংসদদের একজন হলেন রাজস্থান বিজেপির লোকসভা সদস্য সুখবীর সিং জুনাপুরিয়া।

এই বিজেপি সদস্যই বলেছিলেন করোনা ভাইরাস আক্রমণ ঠেকানোর অব্যর্থ ওষুধ হল, শাঁখ বাজানো, গায়ে মাটি মাখিয়ে রাখা, রান্না করা খাবার বাদ দিয়ে গাছের ফল-মূল-পাতা খাওয়া।

তিনি নিজেও তাই করা শুরু করেছিলেন। জলকাদা ভরা জমিতে মাটি মেখে শাঁখ বাজিয়েছিলেন। সেই ভিডিও তিনি নিজের ফেসবুক পেজে পোস্টও করেন।

কিন্তু ভাইরাস যে কাবু হয়নি তা তো বোঝাই গেল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top