চমকে যাবারই কথা। করোনাকালে অনেক কারখানা বন্ধ, অনেক শ্রমিক ছাঁটাই হয়ে গেছে এই সুযোগের অপব্যবহারে। বাকীদের বড় অংশের ভবিষ্যত অনিশ্চিত। তাই কারখানা খোলার রায় আদালত দিলে ভাল লাগে সবারই।
তবে এই কারখানার কুখ্যাতি এতটাই যে এলাকার বেশিরভাগ মানুষ চান না যে কারখানাটা খুলুক। মাদ্রাজ হাইকোর্টও দূষণ প্রবল এই কারখানা খোলার বিরুদ্ধে সেই রায়ই দিয়েছে সদ্য (১৮ আগষ্ট)। কারখানার নাম স্টারলাইট। তামিলনাড়ুর তুতিকারিণে অবস্থিত। মালিকানা বেদান্ত গ্রুপের।
আর একটু মনে করিয়ে দেওয়া যাক। ২০১৮ এর মে মাস। লাগাতার বিক্ষোভ চলছিলো কারখানার তৈরী দূষণের বিরুদ্ধে। সেদিন ছিল লাগাতার প্রতিবাদের ১০০ তম দিন। প্রতিবাদকারীদের চরম শিক্ষা দিতে চেয়েছিল কারখানা কর্তৃপক্ষ। পুলিশ আন্দোলনরত জনতার উপর গুলি চালিয়ে ১৩ জনকে হত্যা করে। বহুদিন ধরে তামা তৈরীর কারখানাটি অঞ্চলের মাটি ও জলকে দূষিত করছিল এবং অনেক মানুষ ও প্রানী নানা স্বাস্থ্যজনিত বির্পযয়ে চুড়ান্ত কষ্ট পাচ্ছিলেন। কারখানাটি চালু হয়েছিলো পরিবেশ জরিপ সমীক্ষা ছাড়াই (কেন্দ্রের বর্তমান সরকার যে কাজ আইনী করতে চাইছেন EIA 2020 এর মাধ্যমে)। দূষণ সৃষ্টির জন্য বেশ কয়েকবার জরিমানাও দিয়েছে। তবে দূষণের বিরুদ্ধে বিনিয়োগকে সব সময়ই বাজে খরচ মনে করেছে বেদান্ত। কারখানা খোলার সম্মতি পেতে সুপ্রিমকোর্ট যাবে বলে বেদান্ত গ্রুপ জানিয়েছে।
সূত্র : ন্যাশানাল হেরল্ড