১১ই অক্টোবর মুম্বাই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষনা করলেন- ” মুম্বাই মেট্রোর কারশেড অন্যত্র সরিয়ে নেওয়া হবে”। তিনি আরো বলেছেন-” ৬০০ একর সহ আরো ২০০ একর জঙ্গল সংরক্ষিত অঞ্চল হিসেবে পরিগণিত হবে”। এই ৮০০ একরের পুরোটাই ‘ সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক’ এর অন্তর্ভুক্ত।
কেন এই খবর আমরা গুরুত্বসহকারে হাজির করছি?
ছাত্র-ছাত্রী, শিক্ষক সমাজ সহ পরিবেশ কর্মীদের বিগত ছয় বছর ধরে লাগাতার আন্দোলনের ফসল এই জয়। ব্যাপক বিক্ষোভ প্রতিবাদের মুখে পড়ে সরকারের পিছু হঠার এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি। এই জয় আমাদের সকলের।
কিন্তু পরিবেশ ধ্বংসকারী কোম্পানির স্বার্থের দিকে তাকিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে জানিয়েছেন
-” কারশেডের স্থান পরিবর্তন করার ফলে পাঁচ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে এবং প্রকল্পের কাজ পাঁচ বছর পিছিয়ে যাবে”। বটেই তো! জল-জঙ্গল- জমিন, প্রাণ- প্রকৃতি- পরিবেশ ধ্বংস হয় হোক তাতে ওদের কিছু যায় আসেনা। আগে তো মুনাফাবাজ করপোরেটরা বাঁচুক প্রয়োজনে পরিবেশ ধ্বংস করেই- ‘ছিন্নমস্তা উন্নয়নের’ রথের চাকা চলুক সব কিছুর বিনিময়ে।
স্বভাবতই Aarey forest সহ মুম্বাইয়ের সামগ্রিক প্রকৃতি পরিবেশ রক্ষা করার স্বার্থে আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও পরিবেশ কর্মীরা মুম্বাই সরকারের এই ঘোষণায় আনন্দিত-আশান্বিত। তাদের সাথে আমরাও চাইব কোনরকম গড়িমসি না করে সরকারের ঘোষনা দ্রুত বাস্তবায়িত হোক।
আগ্রহীরা বিশদে জানতে নিচের লিঙ্কগুলো দেখতে পারেন।
https://www.newsclick.in/aarey-declared-forest-no-clarity-remaining-land