সবহারাদের হারানিধি
বঙ্কিম দত্ত প্রজাতি সংরক্ষণের প্রশ্নে নারীর উৎপাদনশীল ভূমিকা নারীকে অনন্য করেছে অনন্তকাল ধরে। প্রজাতি সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্ভব হয়েছে প্রকৃতি সংরক্ষণ ও বির্বতনের মাধ্যমে। সুদূর অতীত থেকেই এই মিথোজীবী সম্পর্কে নারী ও প্রকৃতি অন্বিষ্ঠ বিশেষভাবে। তাই প্রকৃতি সংরক্ষণে নারীদের রয়েছে অনন্য ভূমিকা। জীবনের উৎপাদন ও পুনরুৎপাদনের কাজে নারীকে সেকারণে প্রকৃতির প্রতিরূপ ভাবা হয়। অথচ প্রজাতি […]