পণ্য ও ঈশ্বর- আরাধনার দ্বিবিধ দিক
শঙ্খদীপ ভট্টাচার্য “একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে ভাবি আমার মুখ দেখাব মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। …………. বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে ওতপ্রোত নিওন আলোয় পণ্য হলো যা-কিছু আজ ব্যক্তিগত। — শঙ্খ ঘোষ খুদে ছেলে বাবলু মণ্ডলের স্বপ্ন সে একদিন বিরাট কোহলির মতো বিরাট বড়ো ক্রিকেটার হবে। খেলার শিক্ষক সতত উৎসাহ দেন, […]