অখন্ড ভারতে খণ্ডিত মানবতা
গোদি মিড়িয়া প্রশ্ন তোলেনি ভারতীয় সীমান্ত রক্ষীর নজর এড়িয়ে পাক জঙ্গীরা ভারতে কীভাবে ঢুকল? যে কাশ্মীরে প্রতি দশ জনে একজন সেনা মোতায়েন করা আছে, সেই প্রতিরক্ষা পহালগাঁও-বৈসরণে সেদিন ছিল না কেন? তার বদলে নিশানা করা হয়েছে পাকিস্তানকে এবং ভারতে থাকা ১৭ শতাংশ মুসলিম জনগনকে।

