রসায়ন-বিজ্ঞানে এবছরের নোবেল পুরষ্কার
অশোক প্রসূন চট্টোপাধ্যায় শুরুর কথা রসায়নে এবছরের নোবেল পুরষ্কার দেওয়া হয়েছে দুজন মহিলাকে। তাঁরা হলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের জেণিফার ডাঊডনা এবং ফরাসী দেশের ইমানুএল শারপেন্তিএর। প্রথম জন আমেরিকা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের বারক্লিতে (UC Berkeley) রসায়ন এবং আণবিক ও কোষ জীববিদ্যার অধ্যাপক। দ্বিতীয় জন বার্লিনের সংক্রামক জীববিদ্যার ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সিটিউটে মাইক্রো-বায়োলজি বিভাগে অধ্যাপক ও পরে পরিচালিকা ছিলেন, […]