আইনস্টাইন থেকে হকিং:মহাকাশ চর্চা ও ঈশ্বর ভাবনা
বিজ্ঞানীদের চেতনায় ঈশ্বর কীরূপে বিরাজ করে। ভাববাদী জগতের মানুষদের দাবি –“বিজ্ঞান তো সব প্রশ্নের উত্তর দিতে পারে না, সেখানে সর্বশক্তিমান (!) ঈশ্বরই ভরসা। আবার কোয়ান্টাম বলবিদ্যার অনিশ্চয়তার তত্ত্ব বলে: “এটাও হয়, ওটাও হয়”।