তথ্য-প্রযুক্তি-মহাশক্তি
লেখককৃত আলোচনাগুলি আরো একজন সৎ, যোগ্য লেখককে উসকে দিতে পারে ভাবনার গভীরে যাওয়ার জন্য এবং পাঠককে অস্থির করে তুলতে পারে এজাতীয় অন্য বইয়ের খোঁজে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বাংলা ভাষায় এজাতীয় বইয়ের সন্ধান মিলবে এমনটা বলা বাতুলতা। এক্ষেত্রে লেখক দু-একজন অগ্রগণ্যদের অন্যতম।