প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার। সঙ্গে থাকল সম্পূর্ণ বক্ত্যবের অডিও ক্লিপিং। কেমন লাগল তা এখানে জানান।

পোস্টটি দেখেছেন: 34 প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার রবিবার( ৫/৭) পরিপ্রশ্ন পত্রিকা আয়োজিত ২য় ওয়েব-সেমিনার এর প্রধান আলোচক ছিলেন ডঃ পার্থসারথি রায়, জীব- অনুবিদ্যার গবেষক ও অধ্যাপক। Indian Institute of Science Education and Research , Kolkata তাঁর কর্মস্থল। Indian Institute of Science, Bangalor -এ ছাত্র-গবেষক থাকাকালীন নিজস্ব আগ্রহে ভাষাবিদ্যায় আগ্রহী হন ও চর্চা করেন বিষয়টি […]

প্রতিবেদন– পরিপ্রশ্ন-র ২য় ওয়েব- সেমিনার

রবিবার( ৫/৭) পরিপ্রশ্ন পত্রিকা আয়োজিত ২য় ওয়েব-সেমিনার এর প্রধান আলোচক ছিলেন ডঃ পার্থসারথি রায়, জীব- অনুবিদ্যার গবেষক ও অধ্যাপক। Indian Institute of Science Education and Research , Kolkata তাঁর কর্মস্থল। Indian Institute of Science, Bangalor -এ ছাত্র-গবেষক থাকাকালীন নিজস্ব আগ্রহে ভাষাবিদ্যায় আগ্রহী হন ও চর্চা করেন বিষয়টি । ওয়েব – সেমিনার এর বিষয় ছিল –
ইন্দো-ইউরোপীয়দের সন্ধানে ভাষাতত্ত্ব থেকে জিনবিদ্যা
দুপুর ৪টে থেকে বিকাল ৬ টা-৩০মি পর্যন্ত অনুষ্ঠিত সেমিনারে
বক্তা অধ্যাপক ড. পার্থসারথী রায় ভারতের জনমাজের উদ্ভব ও বিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন জনগোষ্ঠীর সংমিশ্রণ, ভারতে আর্যদের আগমন প্রসঙ্গে ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, তুলনামূলক ধর্মতত্ত্ব থেকে আধুনিক জীব বিজ্ঞানের গবেষণার ভুমিকা নিয়ে মনোগ্রাহী ও তথ্যনিষ্ঠ আলোচনা করেন। স্মরণাতীত কাল থেকে খৃষ্টপূর্ব ১০০০ সন অবধি বিভিন্ন সময়ে ভারতমুখী অভিবাসন( migration) বিষয়ে তিনি গভীর আলোচনা করেন। কালপ্রবাহে এদেশে বহু ভাষাগোষ্ঠী, ধর্মীয়গোষ্ঠী, জাতি এসেছে এবং সংমিশ্রিত ও বির্বতিত হয়ে আজকের সামাজিক পরিচিতি ও বিন্যাস লাভ করেছে ইতিহাসের নিয়মে। বক্তা কোশাণুর গঠন বিশ্লেষণ কীভাবে এই অভিবাসনের স্বাক্ষ্য বহন করছে সে ব্যাপারে বিস্তৃতভাবে বলেন এবং ধর্ম, জাতপাতে অপ্রাকৃতিকভাবে বিভাজিত মানবজাতির অন্তর্লীন ঐক্যের দিকে নির্দেশ করেন।
এদেশে আর্যরা এসেছে বাইরে থেকে এযাবৎ এই যে ধারণা ভারত ইতিহাসের অংশ –তাকে নস্যাৎ করে দেবার চেষ্টা হচ্ছে সংঘ পরিবারের প্ররোচনায়। দেশজুড়ে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে বৈদিক সভ্যতা হিসাবে যা গ্রাহ্য, তা আসলে সিন্ধু সভ্যতার ধারাবাহিকতায় এদেশেই গড়ে ওঠা। দাবীর সমর্থনে জিন গবেষণার প্রাপ্তিকে সম্পূর্ণ উল্টোপথে হাঁটাচ্ছে আর. এস. এস. পন্থী বুদ্ধিজীবি ও একদল বিজ্ঞানী। এই ইতিহাস বিকৃতির বিরুদ্ধে, সত্য অনুসন্ধানের লক্ষ্যে আয়োজিত ওয়েব -সেমিনারে ৭৯ জন অংশগ্রহণ করেন। অনেকটা সময়ধরে বক্তাদের নানা প্রশ্নের উত্তর দেন আলোচক। পুরো বক্তব্যটি শুনুন নীচের লিঙ্ক ক্লিক করে—-
https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk

https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk
https://drive.google.com/file/d/16x3BI7hv0pn15LbiwjRSQyJYwGTsXRQx/view?usp=drivesdk

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top