অপবিজ্ঞান রূখতে পথে বিজ্ঞনীকুল।

পোস্টটি দেখেছেন: 27 অপবিজ্ঞান রূখতে পথে বিজ্ঞনীকুল। বিজেপি আর এস এসের একের পর এক অপবিজ্ঞান অপসংস্কৃতি চর্চায় উদ্বিগ্ন বিজ্ঞানীকুল, শিক্ষক গবেষক, পড়ুয়ারা পথে নামছেন। IISER, IIT, রাজাবাজার সায়েন্স কলেজ ও যাদবপুরিদ্যালয়ের অধ্যাপকরা রাজ‍্যপালের কাছে চিঠি লিখেছেন। অধ্যাপকরা ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে সেমিনার , ওয়ার্কশপ, গ্রুপ ডিসকাশন করার কথা চিন্তা ভাবনা করছেন। আই আই টি […]

অপবিজ্ঞান রূখতে পথে বিজ্ঞনীকুল।

বিজেপি আর এস এসের একের পর এক অপবিজ্ঞান অপসংস্কৃতি চর্চায় উদ্বিগ্ন বিজ্ঞানীকুল, শিক্ষক গবেষক, পড়ুয়ারা পথে নামছেন।
IISER, IIT, রাজাবাজার সায়েন্স কলেজ ও যাদবপুরিদ্যালয়ের অধ্যাপকরা রাজ‍্যপালের কাছে চিঠি লিখেছেন। অধ্যাপকরা ছাত্র ছাত্রীদের সঙ্গে কথা বলে সেমিনার , ওয়ার্কশপ, গ্রুপ ডিসকাশন করার কথা চিন্তা ভাবনা করছেন। আই আই টি ধানবাদের অধ‍্যাপক রাধাকান্ত কোনার ও তার বন্ধুরা মিলে ” প্রাচীন ভারতের বিজ্ঞান,মিথ ও বাস্তবতা” বিষয়ক বই প্রকাশ করতে চলেছেন ইংরেজি, বাংলা, তামিল, ওড়িয়া ও কন্নড় ভাষায়।
# বিজেপি আর এস এসের নোংরামি, অপসংস্কৃতির বিরুদ্ধে দিকে দিকে ছাত্র শিক্ষকরা এগিয়ে আসবেন এই আশা রাখি।

* তথ্যসূত্র- আজকের এইসময় পত্রিকা।{ 23.04.2018 }– SANTOSH SEN.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top