কৃত্রিম মেধা ও আগামী পৃথিবী
—————————————————————————————————————————————-
পরিপ্রশ্নঃ পত্রিকার উদ্যোগ এ নির্ধারিত বিষয়ে প্রায় নির্ধারিত সময়েই শুরু হলো আলোচনা। পত্রিকার সম্পাদক বঙ্কিম দত্তের প্রারম্ভিক বক্তব্যের পর সান্তোষ সেন কৃত্রিম মেধার বিকাশের ইতিহাস ও একবিংশ শতাব্দীতে তার অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তী বক্তা sankhadeep পাওয়ার পয়েন্ট উপস্থাপন সহযোগে সুন্দর ভাবে আর্টিফিশিয়াল বুদ্বিমত্মা, মেশিন লার্নিং ও ডিপ লার্নিংর মতো দুরূহ বিষয় সহজবোধ্য ভাবে আলোচনা করলেন। এরপর বিবেক সেন খুব সহজ সরল ভাবে অত্যন্ত প্রজ্ঞার সাথে কৃত্রিম বুদ্ধিমত্তা ও তার অর্থনীতি তুলে ধরেন। প্রায় চল্লিশ জন একনিষ্ঠ শ্রোতার উপস্থিতিতে আলোচনা চলেছে আটটা পরযন্ত।
এরপর শুরু হলো প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে পত্রিকার সম্পাদক মন্ডলীর সদস্য অরূপ ঘোষ খুব জোরের সাথে সামনে আনলেন যে পুঁজিবাদ নিজেই নিজের কবর খুঁড়ছে AI প্রযুক্তির মাধ্যমে।
AI হলো ক্যাপিটাল, ক্যাপিটাল কে মুক্ত করেই এই প্রযুক্তির বিকাশের কথা ভাবতে হবে। আগামী দিনে ক্যাপিটালের ধ্বংস ডেকে আনবে এই ক্যাপিটাল। সমায়াভাবে তিনি বিশদে যেতে পারেন নি। তাই শ্রোতা বন্ধুদের আগ্রহের কথা মাথায় রেখে আজকের আলোচনা সভা থেকে উঠে আসা বিভিন্ন বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনার কথা দিয়ে আজকের মতো শেষ করা হলো রাতির নয়টায়।
## বিশ্ব জুড়ে বহু চর্চিত ও বহু বির্তকিত বিষয় নিয়ে আজকের আলোচনা থেকে আমরা সত্যিই ঋদ্ধ হলাম।
## সম্পাদক মন্ডলীর পক্ষ থেকে বক্তাদের ও উপস্থিত সকল বন্ধুদের আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাই। আগামী দিনেও আমাদের উদ্যোগ এ আপনাদের পাশে পাবো এই আশা রাখি।
কৃত্রিম মেধা ও আগামী পৃথিবী
পোস্টটি দেখেছেন: 26 কৃত্রিম মেধা ও আগামী পৃথিবী —————————————————————————————————————————————- পরিপ্রশ্নঃ পত্রিকার উদ্যোগ এ নির্ধারিত বিষয়ে প্রায় নির্ধারিত সময়েই শুরু হলো আলোচনা। পত্রিকার সম্পাদক বঙ্কিম দত্তের প্রারম্ভিক বক্তব্যের পর সান্তোষ সেন কৃত্রিম মেধার বিকাশের ইতিহাস ও একবিংশ শতাব্দীতে তার অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরবর্তী বক্তা sankhadeep পাওয়ার পয়েন্ট উপস্থাপন সহযোগে সুন্দর ভাবে আর্টিফিশিয়াল বুদ্বিমত্মা, মেশিন […]