‘ডে জিরোর’ পথে বিশ্বের ২০০ মহানগর, জলশূন্য হবে বেঙ্গালুরু ও পুণে

পোস্টটি দেখেছেন: 58 শুধু কেপটাউন নয় এক ভয়াবহ আকাল, ‘ডে জিরোর’ পথে বিশ্বের ২০০ মহানগর, জলশূন্য হবে বেঙ্গালুরু ও পুণে ***************************************** আর মাত্র কয়েকটি বছরের অপেক্ষা। ক্রমশ ‘ডে জিরো’র দিকে এগিয়ে চলেছে বেঙ্গালুরু, পুণে সহ বিশ্বের ২০০ টি মহানগর। ইতিমধ্যে এই সঙ্কটের আওতায় রয়েছেন বিশ্বের ৪০০ মিলিয়ন মানুষ। কিন্তু ২০৫০ সালের মধ্যে এই মারাত্মক পরিণতির […]

শুধু কেপটাউন নয় এক ভয়াবহ আকাল, ‘ডে জিরোর’ পথে বিশ্বের ২০০ মহানগর, জলশূন্য হবে বেঙ্গালুরু ও পুণে
*****************************************
আর মাত্র কয়েকটি বছরের অপেক্ষা। ক্রমশ ‘ডে জিরো’র দিকে এগিয়ে চলেছে বেঙ্গালুরু, পুণে সহ বিশ্বের ২০০ টি মহানগর। ইতিমধ্যে এই সঙ্কটের আওতায় রয়েছেন বিশ্বের ৪০০ মিলিয়ন মানুষ। কিন্তু ২০৫০ সালের মধ্যে এই মারাত্মক পরিণতির প্রভাব বৃদ্ধি পাবে ৮০%, অর্থাৎ বিশ্বের ৫.৭ বিলিয়ন মানুষ সঙ্কটে পড়বেন।
কি এই ‘ডে জিরো’?? সুতীব্র জলসঙ্কট। দৈনন্দিন জীবনে ব্যবহারের জন্য এক ফোঁটাও জল মিলবেনা। আক্ষরিক অর্থে একেবারে ‘জিরো ওয়াটার’ পরিস্থিতি। আর সেই ভয়ঙ্কর পরিণতিই হল ‘ডে জিরো’ যার দিকে এগিয়ে চলেছে বিশ্বের ২০০ টি শহর, যার মধ্যে আবার ১০ টি মেট্রোপলিটন তকমাভুক্ত। সম্প্রতি বিশ্ব জলদিবসে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হয়েছে ‘Down To Earth’ ম্যাগাজিনে, যার নেপথ্যে রয়েছে ‘সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট’ (CSE)।
তালিকায় ভারতের বেঙ্গালুরু ও পুণে ছাড়াও রয়েছে দঃ আফ্রিকার কেপটাউন, পাকিস্তানের করাচি, চিনের বেজিং, মেক্সিকোর মেক্সিকো সিটি, ইয়েমেনের সানা, কেনিয়ার নাইরোবি, ব্রাজিলের সাও পাওলো, তুরস্কের ইস্তানবুল প্রভৃতি শহর। ‘ডে জিরো’ শব্দবন্ধটি প্রথম ব্যবহৃত হয় দঃ আফ্রিকার কেপটাউনে। চলতি বছরের ২৭ শে আগস্ট কেপটাউন স্বাদ পাবে ডে জিরোর।
তথ্যসূত্রঃ- সংবাদ প্রতিদিন। গুরুত্ব উপলব্ধি করে পরিপ্রশ্ন গ্রুপের বন্ধু দের জন্য কপি পেস্ট করলাম বিজন ব‍্যানারজীর ওয়াল থেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top