পরিপ্রশ্নের ৩৪ তম সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা, বাঁকুড়া শহরে।

পোস্টটি দেখেছেন: 61 পরিপ্রশ্নের ৩৪ তম সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া শহরের কৃষি ভবনে। কৃষি ভবনের কর্মী শংকর দা ও অঙ্কুর আকাডেমির শান্তদার উত্সাহ ও উদ্যোগে প্রায় ৪৫ জন পাঠক ও বন্ধুদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত ও আজকের দিনের প্রাসঙ্গিক আলোচনা হলো। পরিপ্রশ্ন আরও সমৃদ্ধ হলো। আজকের প্রকৃতি পরিবেশ এবং […]

পরিপ্রশ্নের ৩৪ তম সংখ্যা প্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হলো বাঁকুড়া শহরের কৃষি ভবনে। কৃষি ভবনের কর্মী শংকর দা ও অঙ্কুর আকাডেমির শান্তদার উত্সাহ ও উদ্যোগে প্রায় ৪৫ জন পাঠক ও বন্ধুদের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রাণবন্ত ও আজকের দিনের প্রাসঙ্গিক আলোচনা হলো। পরিপ্রশ্ন আরও সমৃদ্ধ হলো।
আজকের প্রকৃতি পরিবেশ এবং তাকে বিষিয়ে দেওয়ার বিরুদ্ধে আমাদের সচেতনতা নিয়ে সুচিন্তিত মতামত রাখলেন মোহনপুর ISSER র অধ্যাপক ড. বলরাম মুখোপাধ্যায়।
ডারউইনের বিবর্তন বাদ ও কেন্দ্রীয় মন্ত্রী– এই বিষয়ে যাদবপুরের IICB র সিনিয়র সায়েন্সটিস্ট ডাক্তার পার্থ চক্রবর্তী সুন্দর ও সহজ ভাবে তুলে ধরলেন মানুষের বিবর্তনের সংক্খিপ্ত ইতিহাস এবং বানর ও মানুষের মধ্যে পার্থক্য টা ঠিক কোথায় । তিনি মানুষের সমাজবদ্ধতার কারন ব্যাখা করলেন এবং বোঝালেন কেন নিয়ানডার্থালের পরাজয় হলো হোমো সেপিয়ান্সের কাছে ।
পরিপ্রশ্ন সংগঠন ও তার আন্দোলনের অভিজ্ঞতা প্রসঙ্গে অত্যন্ত আবেগপ্রবণ বক্তব্য রাখলেন পরিপ্রশ্নের সম্পাদকমণ্ডলীর পক্ষ থেকে অরূপ ঘোষ। তিনি বলেন আজকে ফিনান্স পুঁজি কিভাবে আক্রমণ নামিয়ে আনছে মানুষের জীবন যাপনের প্রতিটি ক্ষেত্রেই । এবং এই ফিনান্স পুঁজির মোকাবিলা করতে না পারলে আমরা মৌলবাদকেও রুখতে পারবো না।
পরিপ্রশ্নের জন্ম ও এগিয়ে যাওয়ার অভিজ্ঞতা শোনালেন সম্পাদক মণ্ডলীর সদস্য শুভেন্দু চট্টোপাধায়। প্রসঙ্গত আজ শুভেন্দু তাঁর একশতম রক্তদান করছেন। এই মহান কাজের জন্য সকলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হলো।
বিকেল ৪ টায় সভার কাজ শুরু হয়ে সমাপ্ত হলো সন্ধ্যা প্রায় সাতটায় । উপস্থিত অনেক বন্ধুরাই তাদের মতামত ও অভিজ্ঞতা ব্যক্ত করে আমাদের সমৃদ্ধ করলেন ।
আয়োজক ও উপস্থিত বন্ধুদের সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন ।

-Santosh Sen

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top