পরিপ্রশ্ন পত্রিকার নবম বার্ষিক পাঠক সভা (18th March, 2018)

পোস্টটি দেখেছেন: 47 পরিপ্রশ্ন পত্রিকার নবম বার্ষিক পাঠক সভা অনুষ্ঠিত হল আজ সকাল এগারোটা থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ষাট জনেরও বেশী পাঠক, লেখক ও নতুন বন্ধুদের উপস্থিতিতে। পাঠক সভা দুটি পর্বে ভাগ করা ছিল । প্রথম পর্বে- পারস্পরিক পরিচিতি, আমাদের নতুন বন্ধু অরূপবাবুর ( দত্ত) গান, সাথে আমাদের সহযোদ্ধা সুদীপ দস্তিদার ও অরুণজোতির গানের […]

পরিপ্রশ্ন পত্রিকার নবম বার্ষিক পাঠক সভা অনুষ্ঠিত হল আজ সকাল এগারোটা থেকে প্রায় সন্ধ্যা ছয়টা পর্যন্ত ষাট জনেরও বেশী পাঠক, লেখক ও নতুন বন্ধুদের উপস্থিতিতে।
পাঠক সভা দুটি পর্বে ভাগ করা ছিল । প্রথম পর্বে- পারস্পরিক পরিচিতি, আমাদের নতুন বন্ধু অরূপবাবুর ( দত্ত) গান, সাথে আমাদের সহযোদ্ধা সুদীপ দস্তিদার ও অরুণজোতির গানের পর পরিপ্রশ্ন নিয়ে আলোচনা । পাঠকরা পত্রিকা নিয়ে তাদের ভালো লাগা, প্রাপ্তি, আশা আকাঙ্খা ব্যক্ত করলেন । পত্রিকাকে আরও উন্নত করার লক্ষ্যে, আরও বেশি বেশি মানুষের কাছে পোঁছানোর জন্য অনেকেই সুচিন্তিত পরামর্শ দিলেন । অরূপবাবু পত্রিকার প্রচ্ছদ করে দেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নিলেন সাগ্রহে।
আমরা ঘোষণা করলাম- এক বছর আগে ফেসবুকে পরিপ্রশ্ন গ্রুপে খুলে আমরা ছয়শোর বেশি গুরুত্বপূর্ণ সদস্য পেয়েছি, অনেক বন্ধু প্রাসঙ্গিক ও পরিপ্রশ্ন উপযোগী লেখা পোস্ট করছেন। আমরা পরিপ্রশ্নের ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্তও নিয়েছি এবং কাজের শুরু হয়েছে। আমরা পাঠক বন্ধুদের অনুরোধ জানিয়েছি পত্রিকার সার্কুলেশনে সাহায্য করুন, আপনার পরিচিতিমহলে পত্রিকা নিয়ে যান। পরিপ্রশ্ন কেন? তার উদ্দেশ্য কি এ বিষয়ে সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে হর্ষ দাস বিস্তারিত আলোচনা করে প্রথম পর্বের ইতি টানলেন ।
দুপুর দেড়টার সময় শুরু হলো দ্বিতীয় পর্ব । মূল আলোচনার বিষয়–” মানবকেন্দ্রিকতা ও আমাদের পৃথিবী “। প্রথম বক্তা ডাক্তার ও গবেষক পার্থ চক্রবর্তী। এরপর দুপুরের সামান্য খাবারের বিরতি।
বিরতির পরে সাড়ে তিনটে থেকে প্রায় ছয়টা পর্যন্ত আরও তিন জন বক্তা ডাক্তার অরূপ ঢালি, শ্রী অশোক মুখোপাধ্যায় ও শ্রী অশোক রায়ের প্রানবন্ত আলোচনা ও বেশ কিছু শ্রোতার তীক্ষ্ম প্রশ্ন বানের মধ্যে দিয়ে আলোচনা গড়িয়ে চলল সন্ধ্যা প্রায় ছয়টা পর্যন্ত ।
## এবারের পাঠক সভার বড় প্রাপ্তি- রেকর্ড সংখ্যক উপস্থিতি ও শুধুই পক্ক কেশেরা নন, ভালো সংখ্যায় ছাত্র যুবাদের সমাবেশ। আমরা অনেক সাহস পেলাম । পাঠক সভা থেকে অন্ততপক্ষে আরও কয়েকটা বছর এগিয়ে চলার রসদ পেলাম আমরা । সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে উপস্থিত সমস্ত পাঠক লেখক ও বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও ভালবাসা রইল ।
## পাঠকসভার কয়েকটি মূহুর্ত বন্ধুদের সাথে শেয়ার করলাম ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top