স্টিফেন হকিং

পোস্টটি দেখেছেন: 29 স্টিফেন হকিং তাঁর ৭৬ তম জন্মদিনে অত্যন্ত খেদের সাথে বলেছিলেন-” এই গ্রহে মানুষ আর বেশিদিন বাস করতে পারবেন না । আমাদের মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে হবে। ” সত্যি তাঁর মৃত্যুতে আধুনিক পরিবেশ চর্চার অনেক ক্ষতি হয়ে গেল । হে মহামানব, আপনি শিখিয়েছেন শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেও কিভাবে মানুষের মতো বেঁচে […]

স্টিফেন হকিং তাঁর ৭৬ তম জন্মদিনে অত্যন্ত খেদের সাথে বলেছিলেন-” এই গ্রহে মানুষ আর বেশিদিন বাস করতে পারবেন না । আমাদের মঙ্গল গ্রহে গিয়ে বসবাস করতে হবে। ”
সত্যি তাঁর মৃত্যুতে আধুনিক পরিবেশ চর্চার অনেক ক্ষতি হয়ে গেল ।
হে মহামানব, আপনি শিখিয়েছেন শত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেও কিভাবে মানুষের মতো বেঁচে থাকতে হয় । আপনি আমাদের প্রেরণা । আমাদের মনের মণিকোঠায় আপনি চিরভাস্মর হয়ে থাকবেন ।
হে মহান বিজ্ঞানী, বিজ্ঞান ও সমাজের উন্নতিসাধনে আপনার অসাধারণ অবদান আমরা চিরকাল মনে রাখব ।

– Santosh Sen

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top