Seminar on the Life of Stephen Hawking organized by ” Science for all”

পোস্টটি দেখেছেন: 37 প্রশ্ন ও জিজ্ঞাসা। প্রজাতির অস্তিত্বরক্ষার মত এও এক প্রবৃত্তি মানুষের। উত্তর না মিললে মেলানোর অদম্য আকুতি থেকেই তার অসীম অলৌকিক শক্তির কল্পনা। ঈশ্বর ও ধর্ম। জগদ্দল চেপে বসে। আঁট হয়ে আসে শেকল। তবু প্রশ্ন তার পিছু ছাড়েনা। যেমন প্রতিরাতে জ্যোতিষ্করাজিখচিত অসীম আকাশ কিছু মানুষকে তাড়িয়ে ফেরে। থিতু হতে দেয়না নিশ্চিন্ত স্বর্গকল্পনায়। কৌতূহলের […]

প্রশ্ন ও জিজ্ঞাসা। প্রজাতির অস্তিত্বরক্ষার মত এও এক প্রবৃত্তি মানুষের। উত্তর না মিললে মেলানোর অদম্য আকুতি থেকেই তার অসীম অলৌকিক শক্তির কল্পনা। ঈশ্বর ও ধর্ম। জগদ্দল চেপে বসে। আঁট হয়ে আসে শেকল। তবু প্রশ্ন তার পিছু ছাড়েনা। যেমন প্রতিরাতে জ্যোতিষ্করাজিখচিত অসীম আকাশ কিছু মানুষকে তাড়িয়ে ফেরে। থিতু হতে দেয়না নিশ্চিন্ত স্বর্গকল্পনায়। কৌতূহলের হ্যাঁচকা-টান ‘ঈশ্বরের মন’ বোঝার স্পর্ধা জোগায় বিজ্ঞানকে। প্রশ্নের দর্প ও উত্তরের বিনয় একটু একটু করে আলগা করতে থাকে অন্ধ-শৃঙ্খল। স্টিফেন উইলিয়াম হকিং, মানবসভ্যতার আদিতম জিজ্ঞাসাগুলির একটির সাথে কাটিয়েছেন তাঁর বৈজ্ঞানিক-জীবন। সেটি মহাজগতের সৃষ্টি বিষয়ক। তাঁর ব্যক্তিগত যাপনটিই মানব-সমষ্টির মুক্তির দিকে একধাপ অগ্রসরণ– এ কথা আপত্তির জন্ম দেবে কি?

“সায়েন্স ফর অল” আয়োজিত এই আলোচনাসভায় বলবেন আশীষ লাহিড়ী এবং সৌমিত্র সেনগুপ্ত। আশীষ লাহিড়ী এশিয়াটিক সোসাইটিতে বিজ্ঞানের ইতিহাস ও দর্শন বিষয়ক পাঠদানে রত এবং এ বিষয়ে বাংলা ও ইংরেজিতে নিয়মিত লেখালেখি করেন। সৌমিত্র সেনগুপ্ত ইন্ডিয়ান অ্যাসোশিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স-এ তাত্ত্বিক পদার্থবিদ্যার অধ্যাপক।

বুধবার, বিকেল ৩টে, ২৮ মার্চ ২০১৮

কে.পি. বসু মেমোরিয়াল হল, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বিল্ডিং, যাদবপুর বিশ্ববিদ্যালয়

https://www.facebook.com/events/748677772006384/?ti=cl

গুরুত্ব উপলব্ধি করে ঈশানের Whatsap page থেকে পরিপ্রশ্নের বন্ধুদের জন্য Website e post করলাম ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top