Tribute to great Astronomer Dr. Amalendu Bandyopadhyay

পোস্টটি দেখেছেন: 35 অমলেন্দু বন্দ্যোপাধ্যায় স্মরণে।।প্রয়াত হলেন জ্যোতির্বিজ্ঞানের দিকপাল অধ্যাপক অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (01.02.1930–22.06.2020)। উনি বলতেন নক্ষত্রের ধুলো থেকে আমাদের জন্ম । কিন্তু উনার প্রয়াণ আমাদের কাছে সত্যিকারের এক নক্ষত্রপতন ।নব্বই ছুঁইছুঁই এই মানুষটির কর্মযজ্ঞ ছড়িয়ে ছিল সারা রাজ্য তথা ভারতবর্ষজুড়ে। কর্ম জীবনের প্রথম ভাগে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার ‘কলকাতা (Govt. Of India) -এর প্রতিষ্ঠাতা অধিকর্তার পদ […]

অমলেন্দু বন্দ্যোপাধ্যায় স্মরণে।।
প্রয়াত হলেন জ্যোতির্বিজ্ঞানের দিকপাল অধ্যাপক অমলেন্দু বন্দ্যোপাধ্যায় (01.02.1930–22.06.2020)। উনি বলতেন নক্ষত্রের ধুলো থেকে আমাদের জন্ম । কিন্তু উনার প্রয়াণ আমাদের কাছে সত্যিকারের এক নক্ষত্রপতন ।নব্বই ছুঁইছুঁই এই মানুষটির কর্মযজ্ঞ ছড়িয়ে ছিল সারা রাজ্য তথা ভারতবর্ষজুড়ে। কর্ম জীবনের প্রথম ভাগে পজিশনাল অ্যাস্ট্রোনমি সেন্টার ‘কলকাতা (Govt. Of India) -এর প্রতিষ্ঠাতা অধিকর্তার পদ অলঙ্কৃত করেন। ওখান থেকে অবসরের পর ” এম পি বিড়লা planetarium- এ ( কলকাতা) বরিষ্ট বিজ্ঞানী পদে অংশগ্রহণ করেন । তিনি ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন অফ প্যারিস (IAU)’ রয়েল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ লন্ডন এবং ব্রিটিশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন অফ লন্ডন -এর নির্বাচিত সদ্স্যও ছিলেন । কিন্তু জ্যোতির্বিজ্ঞাণী অধ্যাপক অমলেন্দু বাবুকে শুধুমাত্র তাঁর পদ বা খ্যাতি দিয়ে মাপলে বড় ভুল হবে। এই মহান বিজ্ঞানী ছিলেন সত্যিকার অর্থে মাটির মানুষ। কত সহজে মিশে যেতে পারতেন বিজ্ঞানকর্মী ছাত্র ছাত্রী সহ সাধারণ মানুষের সাথে। জীবন যাপন ছিল অতি সাধারণ। আর বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য- বিজ্ঞানকে সহজ সরল ভাষায় সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সারাজীবন ধরে নিরলস পরিশ্রম করেছেন। স্লাইড সহযোগে জ্যোতির্বিজ্ঞানের জটিল বিষয় গুলোকে মানুষের কাছে সহজে পৌঁছে দেওয়ার জন্য ঘুরে বেড়িয়েছেন গ্রাম থেকে গ্রামান্তরে। যখনই কোন জায়গা থেকে ডাক পড়েছে -বিজ্ঞানের ঝুলি নিয়ে হাজির হয়ে গেছেন অমলেন্দু বাবু । 80 বছর পেরিয়েও ক্লান্ত হননি তিনি।পাশপাশি Positional Astronomy Center ও Birla Planetarium র সমস্ত দায়িত্ব পালন করেছেন সমান তালে।

উনার কর্মযজ্ঞের আরেকটা দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ । জ্যোতিষশাস্ত্রের নামে কুসংস্কার অপবিজ্ঞানের বিরুদ্ধে ছিলেন সতত মুখর। উনার প্রতিটি বক্তব্যে জ্যোতিষশাস্ত্রের ভ্রান্ত দিকগুলো তুলে ধরতেন সহজ-সরল উদাহরণ দিয়ে । “Is Astrology a Science” বইটিতে ( বাংলা ভাষাতে প্রকাশ করেন উৎস মানুষ পত্রিকা) ছত্রে ছত্রে ফুটে উঠেছে জ্যোতিষশাস্ত্রের নামে মিথ্যাচার ভ্রষ্টাচারের কথা। এইরকম অরো কয়েকটি বই লিখেছেন বিজ্ঞানকে জনপ্রিয় করার প্রয়াস নিয়ে । এহেন এক বিজ্ঞানকর্মী ও প্রতিষ্ঠিত বিজ্ঞানী মহতি মানুষ আমা-অসংখ্য ছাত্র ছাত্রী- গবেষক ও গুণমুগ্ধ মানুষকে। আমরা হারালাম আমাদের এক অভিভাবককে। আমরা শোকাহত- আমরা বেদনার্ত। উনার কর্মযজ্ঞ কে চালু রাখা এবং আরো ছড়িয়ে দেওয়াই হোক উনার প্রতি পরম শ্রদ্ধা জ্ঞাপন।।

1 thought on “Tribute to great Astronomer Dr. Amalendu Bandyopadhyay”

  1. Gautam Prasad bagchi Bagchi

    My regard nPranam to dedicated Astronomer and scientist n great hearted man Late prof Amalendu Bandopadhya.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top