সমাজ ও বিজ্ঞান বিষয়ক পত্রিকা পরিপ্রশ্ন আয়োজিত প্রথম ওয়েব সেমিনার ——–
পরিবেশ আন্দোলন ঃ ভাব ও বস্তুগত সমস্যা
রবিবার, ২১ শে জুন, ২০২০
দুপুর ৩-৩০ মি থেকে বিকাল ৫টা৩০ মি পর্যন্ত অনুষ্ঠিত হ’লো । কমবেশী ৩০ জন অংশগ্রহণ করেন। সম্পাদকমণ্ডলীর সদস্য সন্তোষ সেন সভায় সকলকে স্বাগত জানান। পত্রিকার ওয়েবসাইট(www.pariprashna.in) মাধ্যমে বিভিন্ন বিষয়ে পাঠকদের অবহিত হবার ও পত্রিকার ব্লগ ব্যবহারের জন্য অনুরোধ করেন তিনি । সভা পরিচালনা করেন প্রধান সম্পাদক বঙ্কিম দত্ত। পরিপ্রশ্ন পত্রিকা মুদ্রিত রূপ বজায় রেখে আগামী কিছুদিনের মধ্যে ই-পত্রিকা প্রকাশের সিদ্ধান্তের কথা তিনি সভাকে জানান ।
ওয়েব সেমিনারের সিদ্ধান্ত ‘পরিপ্রশ্ন পাঠকসভা’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সক্রিয়তার দ্বারা অনুপ্রাণিত হয়ে করা হচ্ছে বলে তিনি বলেন। প্রতিমাসেরপ্রথম আর তৃতীয় রবিবার বিকাল ৪ টা থেকে ৫-৩০মি এই ওয়েব-সেমিনার চলবে বিভিন্ন বক্তা আর বিষয়ের সমন্বয় করে।
#বক্তা অরূপ ঘোষ পত্রিকার সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য, প্রাবন্ধিক ও পরিবেশ আন্দোলনের সংগঠক। আলোচনায় বক্তা বিশদে পরিবেশ বিপর্যয় প্রসঙ্গে মাইক্রোবায়োম বিনষ্টির কারণ ব্যাখ্যা করেন এবং বিপাকীয় ফাটল সংক্রান্ত আলোচনাকে সময়োপযোগী করে উপস্থাপিত করেন। প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোর মধ্যেকার গুণগত সম্পর্ক ও তার বির্বতনের ধারা কীভাবে অর্থের পরিমানগত বৈশিষ্টের চাপে আক্রান্ত তা তিনি সহজ করে বুঝিয়ে বলেন। সমাধান সূত্র বিষয়ে আলোচনা করতে গিয়ে উত্পাদন- পুনরুত্পাদন সংক্রান্ত ভাবনাকে বিস্তার ঘটান বক্তা।
শ্রুতি-দৃশ্য মাধ্যমে আয়োজিত সভার শেষ পর্বে উপস্থিতজনের একাধিক প্রশ্নে বক্তার উত্তর ও উপস্থিত কয়েকজনের মননশীল মন্তব্য সভাকে প্রাণবন্ত করে তোলে।