লালকেল্লা লিজ– Santosh sen

পোস্টটি দেখেছেন: 24 লালকেল্লা লিজ _—+——————— পঁচিশ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য লালকেল্লা র মতো ঐতিহ্যবাহী সৌধকে বিজেপি সরকার ডালমিয়া ভারত গোষ্ঠীর হাতে নির্দ্ধিধায় তুলে দিল। ডালমিয়া গোষ্ঠী লালকেল্লার রক্ষনাবেক্ষণ করবে আর তার বিনিময়ে সেখানে যেসব ইভেন্ট হবে,তাতে ডালমিয়া গোষ্ঠীর নাম জ্বলজ্বল করবে। শুধু তাই নয়- লালকেল্লায় বানিজ্যিক ইভেন্ট, গানের শো, মার্কেটিং ইভেন্ট করবে […]

লালকেল্লা লিজ
_—+———————
পঁচিশ কোটি টাকার বিনিময়ে পাঁচ বছরের জন্য লালকেল্লা র মতো ঐতিহ্যবাহী সৌধকে বিজেপি সরকার ডালমিয়া ভারত গোষ্ঠীর হাতে নির্দ্ধিধায় তুলে দিল।
ডালমিয়া গোষ্ঠী লালকেল্লার রক্ষনাবেক্ষণ করবে আর তার বিনিময়ে সেখানে যেসব ইভেন্ট হবে,তাতে ডালমিয়া গোষ্ঠীর নাম জ্বলজ্বল করবে। শুধু তাই নয়- লালকেল্লায় বানিজ্যিক ইভেন্ট, গানের শো, মার্কেটিং ইভেন্ট করবে দেশভক্ত ডালমিয়ারা। এই না হলে বিজেপির দেশপ্রেম।
বন্ধুরা আঁতকে উঠলেন? আরো আছে। দেশের একশো টি স্মারকের তালিকা তৈরি করেছে সংস্কৃতি মন্ত্রক। সেগুলো এভাবেই কর্পোরেটের হাতে নির্দ্ধিধায় তুলে দেওয়া হবে।তার মধ্যে তাজমহল, কোনারকের সূর্য মন্দির, অজন্তা ইলোরাও আছে।
ঐতিহ্যবাহী, ঐতিহাসিক স্মারককে বেসরকারি কর্পোরেটের হাতে তুলে দিয়ে বিজেপি আর এস এস তাদের দেশভক্তির পরিচয় রাখলেন- কি বলেন চাড্ডি ভাইয়েরা?
এইসব ঘটনা গুলো প্রমাণ করে বিজেপি আর এস এস শুধু পুঁজির দালালি করে, কর্পোরেটের কাছে দেশকে বিক্রি করে দিতেও এদের হাত কাঁপে না।
এই না হলে আচ্ছে দিন!!
তথ্য সূত্র- আজকের এইসময় পত্রিকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top